Site icon Jamuna Television

আইপিএল ফাইনালে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের ১৩ তম আসরের চ্যাম্পিয়ন খুঁজে নিতে আজ ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

৫ম বারের মত শিরোপা ঘরে তোলার লক্ষ্যে নামবে মুম্বাই। আর প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছে শ্রেয়াশ আইয়ারের দল দিল্লি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চোট পাওয়া ট্রেন্ট বোল্টের ফাইনাল খেলা নিয়ে আছে শঙ্কা।

তবে বোল্ট একাদশে না থাকলে তার জায়গায় দেখা যেতে পারে জেমস প্যাটিনসনকে। দিল্লি ক্যাপিটালসেও দেখা যেতে পারে ১ পরিবর্তন। প্রভীন দুবের জায়গায় একাদশে আসতে পারে হার্শাল প্যাটেল। ১৩ তম আসরে তিনবারের দেখায় তিনটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল।

Exit mobile version