Site icon Jamuna Television

প্রথম নারী পরিচালক নিয়োগ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক হলেন আলিয়া জাফর। বোর্ডের ৪ জন স্বাধীন পরিচালকের একজন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মানবসম্পদ নির্বাহী আলিয়াকে। বাকি ৩ স্বাধীন পরিচালক হলেন জাভেদ কুরেশি, আসিম ওয়াজিদ ও আরিফ সাঈদ।

সোমবার লাহোরে বোর্ডের ৫৯তম মিটিংয়ে আসে এমন সিদ্ধান্ত। গত বছর নিজেদের গঠনতন্ত্র নতুন করে তৈরি করেছিলো পাকিস্তান। সেখানে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য কমিয়ে আট থেকে তিনে নামিয়ে আনা হয়।

কুরেশি ও সাঈদ ৩ বছর আর আসিম ওয়াজিদ ও আলিয়াকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইউএইচ/

Exit mobile version