Site icon Jamuna Television

হাবিবুল বাশারের জ্বর, কাল করাবেন কোভিড টেস্ট

চারদিকে চলছে কোভিড আতঙ্ক। সামান্য জ্বর বা ঠাণ্ডার ভাব আসলেই মানুষের মনে কোভিড আতঙ্ক বাসা বাধতে থাকে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি অনেকেই যুদ্ধ করছেন কোভিডের সাথে। কেউবা জিতেছেন আবার কাউকে হার মানতে হয়েছে এই ভয়ঙ্কর ভাইরাসের কাছে।

এবার জ্বরে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাসার। সোমবার রাত থেকেই শারীরিকভাবে অসুস্থ তিনি। ঘরে বসেই মুঠোফোনে ডাক্তারি পরামর্শ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক।

হাবিবুল বাসারের পারিবারিক সূত্র বিষয়টি যমুনা অনলাইনকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আগামীকাল কোভিড টেস্ট করানো হবে হাবিবুল বাসারের।

Exit mobile version