Site icon Jamuna Television

আড়াই হাজার মালিক সমিতিকে ২২টি কোম্পানিতে নিয়ে আসা হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আড়াই হাজার মালিক সমিতিকে ২২টি কোম্পানিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নুর তাপস।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১৯১টি রুট থেকে ৪২টি রুট নির্ধারণ করা হয়েছে। আনুমানিক ১০টি জায়গা বাস টার্মিনালের জন্য নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মার্চের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার আশা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version