Site icon Jamuna Television

বরখাস্তকৃত এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর আগে গতকাল দুপুরে কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা। তাদের জেরার মুখে আকবর দাবি করে এক সিনিয়রের কথাতেই আত্মগোপনে যায় সে। রায়হানকে নির্যাতনে আরও ৫/৬ জন পুলিশ সদস্য জড়িত বলেও জানায় আকবর।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেয়ার পর গত ১১ অক্টোবর পুলিশ প্রচার করে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আহত রায়হান মারা গেছেন।

ইউএইচ/

Exit mobile version