Site icon Jamuna Television

নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের নড়াগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মঙ্গলবার দুপুরে নড়াগাড়ী থানার কলাবাড়ী ইউনিয়নের মুলখানা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সবর ফকির ও মান্নান সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সবর ফকিরের সমর্থক রায়হান ফকির মারাত্মকভাবে আহত হয়। তাকে আশংকাজনকভাবে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পরে খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০, শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version