Site icon Jamuna Television

বরিশালে মাস্ক না পড়ায় ৫ প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তিকে জরিমানা

বরিশালে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আবারও মাঠে নেমেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত।

এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক না পড়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তিকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেয়।

জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

Exit mobile version