নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে সুমন উদ্দিন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে নলচিরাঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন উদ্দিন পণ্ডিত গ্রামের মোসলে উদ্দিনের ছেলে।
কোস্টগার্ড হাতিয়া দক্ষিণ জোন বিসিজি স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সুমন উদ্দিনকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত সুমন হাতিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইউএইচ/

