Site icon Jamuna Television

‘সুপার ওম্যান’ নুসরাত ফারিয়া

সুপার ওম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমা বা নাটক নয়। বিজ্ঞাপনে তাকে এমন চরিত্রে দেখা যাবে। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ছোটবেলায় কমিক চরিত্র খুব পছন্দ করতাম। সেগুলো দেখেই আমার শৈশব কেটেছে। তার মধ্যে অনেক সুপারহিরো রয়েছেন। অনেক দিনের স্বপ্ন এ ধরনের চরিত্রে অভিনয় করবো।

তিনি আরও জানিয়েছেন, অবশেষে এ বিজ্ঞাপনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলো। আশা করছি এটি উপভোগ্য হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version