Site icon Jamuna Television

রাজশাহীতে মাস্ক না পরায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বিকেল সাড়ে চারটায় নগরীর কুমারপাড়া, আরডিএ মার্কেটসহ পৃথক তিনটি স্থানে একযোগে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় মাস্ক না পরা ব্যক্তিদের নিকট থেকে পঞ্চাশ থেকে একশ টাকা জরিমানা আদায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া পণ্য বিক্রয় বন্ধে ব্যবসায়ীদের সর্তক করা হয়।

Exit mobile version