Site icon Jamuna Television

ওয়েস্টইন্ডিস ক্রিকেট বোর্ডকে চিঠি দিলো বিসিবি

দেশের ক্রিকেট মাঠে ফিরলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি সাকিব,মুশফিকদের। শ্রীল্ঙ্কান ক্রিকেট বোর্ড যদি কিছুটা নমনীয় হতো তবে হয়তো গেল অক্টোবরেই দেশের মানুষ উপভোগ করতো দারুন এক ক্রিকেট যুদ্ধ।

লঙ্কানদের বেধে দেয়া নিয়ম কানুন বিসিবির খুব একটা পছন্দ না হওয়ায় আপাদত স্থগিত করা হয় সিরিজটি। ২০২১ সালের জানুয়ারীতে টাইগারদের বিপক্ষে তিন টেস্ট ,তিন ওয়ানডে ও দুই টি- টোয়েন্টি খেলার ব্যাপারে নিশ্চিত করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

সেই ধারাবাহিকতায় ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করে পাঠিয়েছে বিসিবি। এই বায়ো বাবলে মূলত উপস্থাপন করা হয়েছে পুরো সিরিজের ফ্রেম ওয়ার্ক। যেখানে রয়েছে করোনা থেকে শুরু করে পুরো সিরিজের আদ্যোপান্ত। এখন বিসিবির অপেক্ষা ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডে জবাবের।

Exit mobile version