Site icon Jamuna Television

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ৫ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের গুদিঘাটা নামক এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মোঃ পশাল হাওলাদার (২৩), মোঃ আফজাল মোল্লার পুত্র মোঃ নয়ন হোসেন (২২), মোঃ জয়নাল মোল্লার পুত্র মোঃ সুজন মোল্লা (২২), মোঃ বাবুল মোল্লার পুত্র মোঃ সবুজ মোল্লা (৪০) মোঃ সাইদুল হাওলাদারের পুত্র মোঃ জুয়েল হাওলাদার (১৯)।

জানা গেছে, সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় স্থানীয় মোঃ হেমায়েত হোসেনের ‘স’ মিলের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে। পরে তাদের এ দণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, প্রকাশ্য জুয়া আইন ১৮৬৮ এর ০৪ ধারায় ৫ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Exit mobile version