Site icon Jamuna Television

আচমকা নদীর পানি বদলে ‘রক্ত’লাল! (ভিডিও)

আচমকা নদীর পানি বদলে ‘রক্ত’লাল!

রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। নদীর পানি এতটাই লাল যে তাতে নামার সাহস হাঁসও দেখাচ্ছে না। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। খবর- আনন্দবাজার পত্রিকা।

নদীটির ছবি দেখতে এখানে ক্লিক করুন

দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কী কারণে হঠাৎ পানির রং এমন লাল হয়ে হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে। জানা গেছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা।

স্থানীয় প্রশাসনের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার পানি মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, নদীটিতে আগে অনেক হাঁস দেখা যেত। কিন্তু পানির রং লাল হওয়ার পরে হাঁসও নামছে না।

নদীটির সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version