Site icon Jamuna Television

ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে সেরা সাকিব

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বীরদর্পেই খেলার মাঠে ফিরছেন তিনি। বাধ্যতামূলক বিরতি যে তাকে ঘায়েল করতে পারেনি তা আরও একবার প্রমাণ দিলেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে চলমান ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এক বছর পর ফিরে আসা সাকিব বিপ টেস্টে ১৩.৭ পয়েন্ট তুলেছেন। যা গত তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের বিপ টেস্ট ছিল ৯ নভেম্বর প্রথম দিনই। কিন্তু লম্বা বিরতির পর ফিরে আসা সাকিব ট্রেনারের সাথে পরামর্শ করে পিছিয়ে নেন সূচি। আজ বুধবার সকাল ১০টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন টাইগার অলরাউন্ডার। ফিটনেস টেস্টের তৃতীয় দিন এসে সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে।

প্রথম দিন নিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ ১৩.৪। একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন ১৩। গতকাল দ্বিতীয় দিন বিপ টেস্টে পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। যা সাকিব বিপ টেস্ট দেওয়ার আগে সর্বোচ্চ স্কোর ছিল।

ইউএইচ/

Exit mobile version