Site icon Jamuna Television

ঘুম থেকে ডেকে নিয়ে দু’জনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। ভোররাতে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানার ওসি জানান, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ঘুম থেকে ডেকে তুলে ধনঞ্জয় ও সুভাষকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানায়, নিহতরা জেএসএস এর সমর্থক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন তারা। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Exit mobile version