Site icon Jamuna Television

অর্থ পাচার মামলা হয়েছে পাপুল-সেলিনা দম্পতির বিরুদ্ধে

অর্থ পাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মানবপাচারের অভিযোগ উঠার আগেই ২০১৮ সালে সামনে আসে পাপুলের অর্থ পাচারের বিষয়টি। তখন অনুসন্ধানে পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের ব্যাংক হিসাব থেকে ১৪৮ কোটি টাকা অবৈধ লেনদেন ও পাচারে প্রাথমিক তথ্য পায় দুদক। এরপর, গত বছরের জুলাইয়ে জেসমিনসহ পাপুলের স্ত্রী সেলিনাকেও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এরপরেই সংসদ নির্বাচনে এমপি হন পাপুল ও তার স্ত্রী সেলিনা।

সবশেষ, মানবপাচার ইস্যুতে শক্ত অবস্থানে যায় কুয়েত সরকার। গ্রেফতার চার জনের জবানবন্দিতে উঠে আসে পাপুলের নাম। মানবপাচার মামলায় বর্তমানে কুয়েতের কারাগারে আছেন পাপুল।

Exit mobile version