Site icon Jamuna Television

আখাউড়ায় ভাঙ্গারির দোকানে অবিস্ফোরিত মর্টার শেল!

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকায় ভাঙ্গারি স্টোর নামক দোকানে বুধবার সকালে একটি অবিস্ফোরিত মর্টার সেলের সন্ধান পাওয়া গেছে। ওই মর্টার শেলটি এক মন ওজনের।

ভাঙ্গারি স্টোরের মালিক মো. আলমগীর হোসেন বলেন, আখাউড়া-লাকসাম রেলপথ উন্নয়ন কাজের এক শ্রমিক ওই মর্টার শেলটি নিয়ে আসে। এ সময় ভাঙ্গারি দোকানের এক কর্মচারী কিনে রাখেন। বুধবার সকালে ভাঙ্গারি স্টোরে এসে মর্টার শেলটি তিনি দেখতে পেয়ে যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধিকে অবহিত করেন।

স্থানীয় বাসিন্দা, ভাঙ্গারি স্টোর মালিক ও কর্মচারীদের দাবি, বিষয়টি না বুঝতে পারায় লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি কিনে রাখা হয়েছে। তবে জানমালের নিরাপত্তায় শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।

ইউএইচ/

Exit mobile version