Site icon Jamuna Television

প্রস্তাবিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাখ্যান সেতুমন্ত্রীর ভাইয়ের

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটিতে নিজের নাম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। প্রস্তাবিত কমিটিতে তাকে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮-তম প্রতিষ্ঠা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমি পদে থাকবো না। কারণ প্রস্তাবিত কমিটিতে ত্যাগী নেতারা স্থান পায়নি। আজকে অপশক্তি স্থান দখল করেছে। আজকে জাতীয় নেতারাও সত্য কথা বলে না। আজকে যারা তোষামোদ করে তারা নেতা। অপশক্তিকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। আমার বড় কোনো পদের দরকার নেই। যতদিন বেঁচে থাকবো অন্যায়-অবিচার-অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাব। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আ’লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিনকে সর্বোচ্চ ত্যাগী নেতা উল্লেখ করে জেলা আ’লীগের গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version