বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সদস্যরা।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের হাতে স্মারক লিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি অমিত রায়, সহ-সভাপতি অঞ্জন দাশ, সাধারণ সম্পাদক এফ. এম. জাহাঙ্গীর হাসান, সহ-প্রচার সম্পাদক ইমতিয়াজ শাওনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
তাদের দাবি সমূহ হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা ও অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।
এর আগে মঙ্গলবার দুপুরে একই দাবিতে বাগেরহাট জেলা জজ আদালতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
ইউএইচ/

