Site icon Jamuna Television

নিজস্ব নকশার চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো অ্যাপল

নিজস্ব নকশার এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো টেক জায়ান্ট অ্যাপল।

এম-ওয়ান চিপের মাধ্যমে এখন থেকে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ, স্লিপ মোড থেকে তাৎক্ষণিক সক্রিয় হওয়া এবং আইওএস অ্যাপস ব্যবহারের সুবিধা যুক্ত হবে। নতুন কম্পিউটারগুলোতে নতুন সংস্করণের, ১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ারের প্রসেসর ঠাণ্ডা রাখতে এখন থেকে আর ফ্যানের প্রয়োজন হবে না।

১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো-তে একবার ফুল চার্জেই ভিডিও চলবে টানা ২০ ঘণ্টা, যা আগের তুলনায় দ্বিগুণ। এছাড়া ডেস্কটপ কম্পিউটার- ম্যাক মিনিও আসছে এম-ওয়ান প্রসেসরের শক্তি নিয়ে।

এখন থেকে কেবল এম-ওয়ানে তৈরি ম্যাকবুক এয়ারই বিক্রি করবে অ্যাপল। তবে গ্রাহকরা চাইলে তাদের ম্যাকবুক প্রো আর ম্যাক মিনিতে ইন্টেল চিপ দেয়া হবে।

Exit mobile version