Site icon Jamuna Television

প্রিন্সেস ডায়ানা’র আড়াই দশকের পুরোনো সাক্ষাৎকার নিয়ে তোলপাড়

প্রিন্সেস ডায়ানা’র ১৯৯৫ সালের এক সাক্ষাৎকার নিয়ে চলছে তোলপাড়। ভাই আর্ল স্পেনসারের অভিযোগ- মিথ্যা ও উসকানিমূলক বার্তার বিনিময়ে ইন্টারভিউ নিয়েছিলেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির।

গেলো মাসে, ‘দি ট্রুথ বিহাইন্ড দি ইন্টারভিউ’ নামে ‘চ্যানেল ফোরের’ একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বেরিয়ে আসে এ বিস্ফোরক তথ্য। জানানো হয়- রাজপরিবার ও রানীর সাথে পুত্রবধূর সম্পর্কের টানাপোড়েনের ফায়দা লুটেছিলেন সাংবাদিক। মিথ্যা কথা বলে রাজি করান সাক্ষাৎকারে। সেখানেই প্রথমবার যুবরাজ চালর্সের সাথে সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেন রাজবধূ। একইসাথে প্রকাশ করেন প্রেমিক ডোডি আল ফায়েদের নাম।

২৫ বছর আগে, ‘প্যানারোমা’ অনুষ্ঠানে দেয়া সেই সাক্ষাৎকার দেখেছিলেন দুই কোটি ৩০ লাখের মতো দর্শক। পরের বছরই ডির্ভোসের পর গাড়ি দুর্ঘটনায় প্যারিসে মারা যান ডায়ানা।

Exit mobile version