Site icon Jamuna Television

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আরডার্ন

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। যদিও এখনও ঠিক হয়নি দিনক্ষণ।

বুধবার, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান কিউই প্রধানমন্ত্রী। টেলিভিশন উপস্থাপক, ৪৪ বছর বয়সী ক্লার্ক গেফোর্ড তার বাগদত্তা। এই জুটির দু’বছরের কন্যা সন্তানও আছে। ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলার ঘটনা সামলে বিশ্বজুড়ে প্রশংসিত হন আরডার্ন। করোনা মহামারি নিয়ন্ত্রণেও তিনি ছিলেন সফল।

জেসিন্ডা আরডার্ন বলেন, “ব্যক্তিজীবন নিয়ে কিছু পরিকল্পনাতো আছেই। কিন্তু আগে সেগুলো নিয়ে নিজেদের পরিবার ও বন্ধুদের সাথে কথা বলতে চাই।”

Exit mobile version