Site icon Jamuna Television

পরাজয় মেনে নিতে অপারগতা, প্রশাসনিক কাজে সক্রিয় নয় ট্রাম্প

পরাজয় মেনে নিতে অপারগতা জানালেও প্রশাসনিক কাজে সক্রিয়: ট্রাম্প

নির্বাচনে পরাজয় মেনে নিতে অপারগতা জানানোর সাথে সাথে গেল ক’দিনে প্রশাসনিক কাজেও সক্রিয় দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফোনেই বেশি ব্যস্ত থাকছেন তিনি। সেইসাথে নির্বাচনের ফল মেনে নিতে চাপও বাড়ছে ট্রাম্পের ওপর।

ছয়দিন পর, বুধবার হোয়াইট হাউজের বাইরে পা রাখেন ট্রাম্প। জানা গেছে, পরবর্তী করণীয় নির্ধারণে শীর্ষ উপদেষ্টাদের সাথে আলোচনা করছেন তিনি।

অবশ্য ইলেক্টোরাল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর, পপুলার ভোটেও ৫০ লাখের বেশি ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই, ৩ নভেম্বর কেন্দ্রে জমা পড়া ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া রাজ্যের প্রশাসন। ২০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এ প্রক্রিয়া।

আলাস্কায় ট্রাম্পের জয়ের পর, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আধিপত্য নিশ্চিতে জর্জিয়ায় জয় পেতে হবে ডেমোক্রেটিক পার্টিকে।

Exit mobile version