Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা

২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা

মাত্র ২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিলো আলিবাবা। বুধবার, সিঙ্গেলস ডে উপলক্ষ্যে সাড়ে ৭ হাজার কোটি ডলারের বিক্রি ছিলো চীনের ই-কমার্স জায়ান্টের।

যা গেলো বছরের তুলনায় দ্বিগুণ। ২০১৯ সালে, আলিবাবার সিঙ্গেলস ডের বিক্রি ছিলো ৩ হাজার ৮৪০ বিলিয়ন ডলারের মতো। অবশ্য, এ বছর ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের সময়ও বৃদ্ধি করে আলিবাবা। পহেলা নভেম্বর থেকে ১১ দিন ছিলো সুযোগটি। এক কোটি ৬০ লাখ পণ্যে মূল্যছাড় দেয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বিক্রির এ মহোৎসবই প্রমাণ করে করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের পথে চীন। পশ্চিমা ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘সাইবার মানডে’র অনুকরণে চীন চালু করে ১১ নভেম্বরে, বিশেষ মূল্যছাড়ে কেনাকাটার এ সুযোগ।

জিয়াং ফেন বলেন, মহামারি পরবর্তী প্রথম সিঙ্গেলস ডে এটা। তাই অর্থনীতি পুনরুদ্ধার আমাদের মূল লক্ষ্য। এরমাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একই মঞ্চে আনার চেষ্টা ছিলো। আলিবাবার ইতিহাসে সর্বাধিক ব্যবসায়ী যোগ দিয়েছেন এবারের আয়োজনে। প্রত্যাশা- সবাই লাভবান হয়েছেন।

Exit mobile version