Site icon Jamuna Television

জেদ্দায় ফরাসি দূতাবাসের অনুষ্ঠানে বিস্ফোরণ, আহত ৩

জেদ্দায় ফরাসি দূতাবাসের অনুষ্ঠানে বিস্ফোরণ, আহত ৩

সৌদি আরবে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ফরাসি কনস্যুলেট আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ফোরণে আহত হয়েছে কমপক্ষে তিনজন। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ, ফ্রান্স ও অন্যান্য দেশ।

বুধবার জেদ্দার একটি অমুসলিমদের গোরস্থানে হয় এ হামলা। এতে আহতদের মধ্যে একজন গ্রিক নাগরিক। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বিদেশিদের লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলা। হামলার পরপরই দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশনা জারি করে ফ্রান্স।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ক্ষোভ তৈরি হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে।

Exit mobile version