Site icon Jamuna Television

যুবলীগ নেতা জিলানী হত্যা: ২৪ জনকে আসামি করে মামলা

কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যার ঘটনায় সাবেক ও বর্তমান তিন ওয়ার্ড কউন্সিলরসহ ২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতে সদর দক্ষিণ থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ও সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।

গতকাল সদর দক্ষিণের চৌয়ারা সড়কে ওয়ার্ড যুবলীগ নেতাকে তার স্ত্রী’র সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জিল্লুর রহমান সবশেষ সিটি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন। আধিপত্য বিস্তারের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

Exit mobile version