Site icon Jamuna Television

আনিসুল হককে অব্যাহতি দিয়ে ৯ জনের বিচার শুরু

কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এছাড়া আসামিদের মধ্যে কিশোর আলো সম্পাদক আনিসুল হককে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গত বছরের পয়লা নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র আবরার।

এর আগে শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, আয়োজকদের অবহেলাতেই বিদ্যুৎস্পৃষ্টে আবরারের মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে কাছের হাসপাতালে না নিয়ে দূরের হাসপাতালে নেয়ার ব্যাপারে পরিবারকে অবহিত না করার বিষয়টিও আদালতে তুলে ধরে বাদীপক্ষের আইনজীবী।

অন্যদিকে আবরারের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা বলে মামলা থেকে ১০ আসামিকে অব্যাহতি দেয়ার আবেদন করে আসামিপক্ষ।

এ ঘটনায় আবরারের বাবা মজিবুর রহমান আদালতে আয়োজকদের দায়িত্ব অবহেলায় ছেলের মৃত্যু ঘটেছে এমন অভিযোগে হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ১৬ জানুয়ারি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ আসামির বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেয় পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পরে মুচলেকায় অস্থায়ী জামিন পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

Exit mobile version