Site icon Jamuna Television

কবর খুঁড়ে বৃদ্ধার মরদেহ থেকে মাথা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

পাবনা জেলা-যুগান্তর

মারা যাওয়ার ১৩ দিন পর কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ থেকে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।

স্বজনরা জানান, ৩১ অক্টোবর অসুস্থ হয়ে মারা যান জয়নগর এলাকার বৃদ্ধা ফজিলা খাতুন। স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। ভোরে, তার কবর খোঁড়া এবং মাথাবিহীন অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরবর্তীতে পরিবারের অনুমতি নিয়ে আবারও মাথাছাড়া মরদেহটি দাফন করা হয়। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ-স্বজনরা। তবে ধারণা করা হচ্ছে, যাদু-টোনার সাথে জড়িত একটি চক্র মাথা কেটে নিয়ে গেছে।

Exit mobile version