Site icon Jamuna Television

বসে গেছে পদ্মা সেতুর ৩৭-তম স্প্যান

বসলো ৩২তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৫ কিলোমিটার পদ্মাসেতু

পদ্মা সেতুতে যোগ হলো আরও একটি স্প্যান। ৬ দিনের ব্যবধানে স্থাপিত হলো সেতুর ৩৭-তম স্প্যান। যার মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০নং পিলারে দুপুরের বসানো হয়েছে স্প্যানটি।

বন্যা ও করোনা পরিস্থিতির কারণে মাঝের ৪ মাস খানিকটা স্থবির ছিলো প্রকল্পের কাজ। কিন্তু গেলো ১০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে ৬টি স্প্যান স্থাপিত হলো পদ্মায়। দ্রুতগতিতে এই কার্যক্রম এগিয়ে যাওয়া সন্তুষ্ট স্থানীয়রা।

এর আগে, বৃহস্পতিবার সকালে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সাড়ে দশটার দিকে স্প্যানটি নিয়ে রওয়া হয় ভাসমান ক্রেন। প্রায় ঘণ্টাখানের পর তা পৌঁছায় পিলারের কাছে। কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়েই বাকি স্প্যানগুলো বসে যাবে। আর মাত্র চারটি স্প্যান বসালেই শেষ হয়ে যাবে পদ্মােসতুর মূল স্থাপনার কাজ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এটি সম্পন্ন হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের।

Exit mobile version