Site icon Jamuna Television

মুজিববর্ষের স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন উপলক্ষে আজ বিকালে প্রধানমন্ত্রী তার সংসদ ভবনস্থ কার্যালয়ে এ ডাক টিকেটের উন্মোচন করেন।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ডাক অধিদফতরের পরিচালক মো. আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।

Exit mobile version