Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: সাকিব-তামিমরা কে কোন দলে?

শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের ১৫৭ ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন ৮০ জন। চূড়ান্ত হয়েছে পাঁচটি দল। ‘এ’ শ্রেণিতে থাকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে খুলনা। তামিম ইকবালকে নিয়েছে বরিশাল। আর লিটন-মোস্তাফিজকে পেয়েছে চট্টগ্রাম। রাজশাহী দলে আছেন আশরাফুল ও সাইফউদ্দিন। মুশফিকুর রহিম ও রুবেল হোসেন ছাড়াও, একঝাক তরুণ ক্রিকেটারকে ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৩টার মধ্যে শেষ হয়েছে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টে অংশ নেয়া ৫ দলই নিজেদের দল গুছিয়ে ফেলেছে। সব দল ১৬ জন করে মোট ৮০ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

ঘরোয়া টি-টোয়েন্টির দলগুলো হলো- বরিশাল ফরচুন, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

এর মধ্যে সবোর্চ্চ মূল্যের দল গঠন করেছে জেমকন খুলনা। যেখানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দ্য পিলারখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। অর্থাৎ সর্বোচ্চ পারিশ্রমিকের ‘এ’ গ্রেডে থাকা ৫ ক্রিকেটারের মধ্যে দুজনকেই নিয়ে নিল জেমকন খুলনা।  কাগজে কলমে এ দলটিকে বেশি শক্তিশালী মানা হচ্ছে।  

এছাড়া, মুশফিকুর রহীমকে কিনে নিয়েছে বেক্সিমকো ঢাকা, সাথে আছেন জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন। ফরচুর বরিশাল পেয়েছে জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে  এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

এদিকে নতুন করে ক্যারিয়ার শুরু করতে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে ঠাঁই পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বরিশালে তামিমের দলে যোগ হয়েছেন পেসার তাসকিন আহমেদ, তরুণ ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও ইরফান শুক্কুর।

মোস্তাফিজের পর চট্টগ্রাম নিয়েছে জাতীয় দলের ওপেনার লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে।

৮০ ক্রিকেটারদের কে কোথায় ঠাঁই পেল – 

জেমকন খুলনা

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম

লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

Exit mobile version