Site icon Jamuna Television

ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আ’লীগের হাবিব

কম ভোট পড়ার অস্বস্তি কাটিয়ে উঠবে আ.লীগ: হাবিব

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়। এছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪টি ওয়ার্ডে মোট ২শ’১৭টি কেন্দ্রে ইভিএম-এ নেয়া হয় ভোট। দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়।

এদিকে নির্বাচন নিয়ে বিএনপি’র অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ ভোটার উপস্থিতি কম বিষয়ে তিনি বলেন, ‘ভোটার কেন্দ্রে যাবে কি-না; এটা তাদের বিষয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পাঁচ দিনেও ফলাফল দিতে পারেনি; বাংলাদেশ পারে, যা তাদের জন্য শিক্ষনীয়।’

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১শ’৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন; নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচনে লড়েন ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপি’র মো. মহিববুল্লা বাহার।

Exit mobile version