Site icon Jamuna Television

বলিউড অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুশান্ত সিং রাজপুতের খবর পুরনো হওয়ার আগেই বলিউড আবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যু হলো অভিনেতা আসিফ বাসরার। বৃহস্পতিবার ধর্মশালার ম্যাকলডগঞ্জে একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত মরদেহ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান করছে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি ক্যাফের কাছে এফসি গিবাদা রোডের উপরেই ভাড়া বাসায় থাকতেন তিনি। যদিও নিশ্চিতভাবে এখনও মৃত্যুর কারণ জানায়নি পুলিশ। খবর এই সময়ের।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসিফের বাড়িতে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে ধর্মশালায় একটি সম্পত্তি লিজে দেওয়া ছিল তার। মাঝে মাঝেই সেখানে যেতেন তিনি।

বিনোদন জগতে অত্যন্ত পরিচিত মুখ এবং একাধিক ছবিতে অসাধারণ সব চরিত্রে অভিনয় করেছেন আসিফ বাসরা। অনুরাগ কাশ্যপের ‘ব্ল্যাক ফ্রাইডে’-তে কুরেশির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও রাহুল ঢোলাকিরায় পারজানিয়া ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিগুলি দিয়েই বলিউডে পরিচিতি পান তিনি।

Exit mobile version