Site icon Jamuna Television

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটেছে: কাদের

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটেছে: কাদের

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটেছে। একটি দলের চেনা কিছু লোক এমন ঘটনা ঘটিয়েছে। এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২নং এ বিফ্রিংয়ে মন্ত্রী আরও বলেন, বিএনপি তাদের সন্ত্রাসের পথ পরিহার করতে পারেনি, গতকালের ঘটনাই তার প্রমাণ। এমন কর্মকাণ্ড কোনো ভাবেই সহ্য করা হবে না। অতীতের মতো এবারও জনগণকে সাথে নিয়ে এই ঘটনার জবাব দিবে আওয়ামী লীগ।

ঢাকা-১৮ আসনে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। কিন্তু এজেন্ট বের করে দেবার মিথ্যা অভিযোগ করেছে বিএনপি। গণনায় হেরে যাবার ভয়েই নির্বাচন কমিশন ও প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করেছে দলটি।

এছাড়া ওবায়দুল কাদের আরও জানান, আগামীকাল বিকেলে যুবলীগের কমিটি ঘোষণা হবে।

Exit mobile version