Site icon Jamuna Television

দায়েশ জঙ্গী সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ

দায়েশ জঙ্গী সন্দেহে তুরস্কের কৃষ্ণ সাগর এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। শুক্রবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে খবর দেয় তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

পুলিশ জানায় তাদের গ্রেফতার করার পরপরই তাদের দলের বাকি সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায় তাদের কাছ থেকে বিভিন্ন সন্দেহজনক ডিজিটাল ডিভাইসও উদ্ধার করা হয়।

২০১৩ সালে তুরস্ক সর্বপ্রথম দায়েশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি তুরস্কের বিভিন্নস্থানে বোমা হামলাসহ দেশটির নাগরিকদে হত্যার জন্য দায়ি।

Exit mobile version