Site icon Jamuna Television

দেশে আরও ১৯ জনের মৃত্যু; শনাক্ত ১ হাজার ৭৬৭

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৭ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশে কোভিড নাইনটিনে মোট প্রাণহানি এখন ৬ হাজার ১৫৯ জনের। এছাড়া, এ পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৩৯টি নমুনা। সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন। সর্বমোট সুস্থ ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ২৬ অক্টোবর তা ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Exit mobile version