Site icon Jamuna Television

১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক বিএনপির

ফাইল ছবি।

ভোট জালিয়াতি ও মিথ্যে মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার প্রেসক্লাবে ও ১৫ নভেম্বর সারাদেশে সকল জেলা শহরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করার ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়াপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফখরুল বাসে আগুন লাগার ঘটনা ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন। এমন ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান তিনি।

বিএনপিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে সরকার। বর্তমান সঙ্কটটা গণতন্ত্রের। গণতন্ত্র নেই বলেই কোন জবাবদিহিতা নেই।

Exit mobile version