Site icon Jamuna Television

খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলাম্বীদের কঠিন চীবর দানোৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে মাসব্যাপী চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। এ উপলক্ষে জেলার পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে ৭ম দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

দিনভর ধর্মীয় নানা আয়োজনের মধ্য ছিলো পঞ্চশীল গ্রহণ, চীবর দান, বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানাবিধ দান উৎসব।

এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ছাড়াও এলাকার বিভিন্ন বয়সী সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে এক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ও জুয়েল চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের মেয়াদে পাহাড়ের প্রত্যন্ত এলাকায়ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আস্থা রাখতে আহবান জানান তারা। বিহারের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন অতিথিরা।

এর আগে ধর্মীয় দেশনা শেষে দেশ-জাতি ও বৈশ্বিক করোনা মহামারি থেকে যেন সবাই মুক্ত থাকে সে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ভদ্দজি মহাস্থবির ভান্তে।

Exit mobile version