Site icon Jamuna Television

হুইপ স্বপন সস্ত্রীক করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। শুক্রবার তার ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বপনের করোনার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে। সেদিন রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন তিনি।

এর আগে গত ৫ নভেম্বর করোনা আক্রান্ত হন হুইপের স্ত্রী। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন হুইপ এবং তার স্ত্রী দুইজনই সুস্থ আছেন এবং বাসায় কোয়ারেন্টাইনে আছেন। তবে তাদের মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে হুইপ ফেসবুকে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমি বৃহস্পতিবার থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনুগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’

Exit mobile version