Site icon Jamuna Television

বাসে অগ্নিসংযোগ: ১৩ মামলায় ২৬ আসামির রিমান্ড

রাজধানীতে ৯টি বাসে অগ্নিসংযোগ। ফাইল ছবি।

রাজধানীতে একযোগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৮ থানায় ১০টি মামলায় ২৬ আসামিকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শাহবাগ থানায় ২ মামলায় ৬ জন ৩ দিনের রিমান্ড, তুরাগ থানায় ১ জন ৩ দিনের রিমান্ড, কলাবাগান থানায় ২ জন ২ দিনের রিমান্ড, পল্টন থানায় ১ মামলায় ৭ জনকে ৫ দিনের রিমান্ড, আরেক মামলায় ২ জনকে ৩ দিনের রিমান্ড, মতিঝিলে ১ জনকে ৩ দিন রিমান্ড, আরেক মামলায় ১ জনকে ২ দিন রিমান্ড, সূত্রাপূর থানায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড, বংশাল থানায় ২ জনকে ২ দিনের রিমান্ড এবং উত্তরায় পুলিং এজেন্টসহ ৯ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া রাজধানীতে দু’টি কোর্ট বসছে আজ। উত্তরের কোর্ট পরিচালনা করছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারি। আর দক্ষিণের কোর্ট পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল।

Exit mobile version