Site icon Jamuna Television

নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

বহুদিন পর জমজমাট বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম। করোনার ধকল কাটিয়ে নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ দিয়েই মাঠে ফিরেছে বাংলাদেশের ফুটবল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১০ মিনিটে জীবনের দুর্দান্ত গোলে লিড পায় জামালের দল।

এর পরেই খানিকটা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে বাংলাদেশের ফুটবলাররা। পাল্টা আক্রমণ করেছে নেপালও কিন্তু তপু বর্মণদের ফাঁকি দিতে পারেনি সফরকারীরা।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্টও করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

Exit mobile version