Site icon Jamuna Television

১৫০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে মাত্র ১৫শ’ টাকা বকেয়া ভাড়ার দাবিতে ভাড়াটিয়াকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে শহরের নলুয়া পাড়ায়।

স্বজনরা জানান, গতরাতে বাড়িওয়ালা রানা মিয়া ভাড়াটিয়া মেহেদি হাসানের ছেলে আলামিনকে ডেকে বকেয়া ১৫শ’ টাকা চান। এ নিয়ে এক পর্যায়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়িওয়ালা রানা ও তার পরিবারের সদস্যরা আলামিনকে মারধর করে।

স্বজনরা অভিযোগ করে বলেন, ছেলেকে রক্ষা করতে গেলে বাবা মেহেদি হাসানও মারধরের শিকার হন। এক পর্যায়ে মেঝেতে পড়ে আঘাত পান তিনি। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাড়িওয়ালা ও তার ছেলেকে আসামি করে মামলা করেছেন।

ইউএইচ/

Exit mobile version