Site icon Jamuna Television

দুই বছর পরে প্রতিশোধ নিলো বাংলাদেশ, পুরস্কার ঘোষণা বাফুফের

শেষ দুইবার নেপালের সাথে বাংলাদেশের দেখা হয়েছিলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৩ ও ২০১৮ সালে। সেবার নেপালের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দুই ম্যাচেই হারতে হয়েছিলো ২-০ গোলের ব্যবধানে।

দুই বছর পর আবারও সেই নেপালের সাথে দেখা হলো বাংলাদেশের। যদিও নেপালের এই দলটিকে দ্বিতীয় সারির দল বললেও ভুল হবে না। করোনার কারণে নেপালের সেরা ফুটবলারদের দেশে রেখেই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন তারা।

তারপরও জয়টাই আসল কথা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফরোয়ার্ডরা বেশ কিছু ভুল করেছে, তা না হলে গোল ব্যবধান আরও বাড়তেই পারতো। এদিকে নেপালের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা ঘোষণা করেছে বাফুফে।

১৭ নভেম্বর আবারও মাঠে নামবে দুই দল। সেই ম্যাচে জিততে পারলে ফিফা র‍্যাংকিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

Exit mobile version