Site icon Jamuna Television

সিরাজগঞ্জের তাড়াশে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ষ্টাফ রিপোটার:

সিরাজগঞ্জের তাড়াশের আমবাড়িয়ায় পাকবাহিনীর দেওয়া আগুনে পুড়ে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর তাড়াশ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, আমবাড়িয়া গণকবরে শায়িত ১৩ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাড়াশ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ প্রদীপ হাতে দাঁড়িয়ে যান। রাত ৮টা ১ মিনিটে শতাধিক প্রদীপ একযোগে প্রজ্জ্বলন করা হয়। পরে শহীদদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, যুবলীগ নেতা জিয়াউর রহমান, শহীদ শেখের ছেলে মো. মোকসেদ শেখ, শহীদ মেহের মন্ডলের ছেলে মনজিল হক, শহীদ কিসমত আলীর ছেলে মো. আবু শামা, শহীদ মজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, শহীদ মোক্তর এর নাতি নয়ন উদ্দিন, শহীদ আমিনের নাতি সোহেল রানা প্রমুখ।

১৯৭১ সালের ১১ নভেম্বর তাড়াশের নওগাঁ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয় পাকবাহিনী ও তাদের দোসররা। এ পরাজয়ের প্রতিশোধ নিতে ১৩ নভেম্বর রাতে আমবাড়িয়া গ্রামে আগুন জ্বালিয়ে দেয় হানাদার বাহিনী। এক পর্যায়ে গ্রামের নিরীহ ১৩ জন মানুষকে ধরে এনে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। পরে তাদের একসঙ্গে গণকবর দেওয়া হয়। তাদের স্বরণেই আজকে এই আয়োজন করা হয়।

Exit mobile version