Site icon Jamuna Television

মোহনগঞ্জে যাত্রীবেশে রিকশাচালকের সর্বস্ব ছিনতাই

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার মোহনগঞ্জে যাত্রীবেশে রিকশায় উঠে এক রিকশাচালকের সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে চারজন যাত্রী উপজেলার দেওথান গ্রামে যাওয়ার জন্য উঠেন আল আমিন নামের ওই রিকশাচালকের রিকশায়।

রিকশাচালক আল আমিন জানান, দেওথান গ্রামে যাওয়ার কথা বলে চারজন লোক রিকশায় ওঠে। কিছুদূর নির্জন স্থানে গেলে রিকশা থামিয়ে তাকে মারধর করে গামছা দিয়ে বেঁধে রিকশার ব্যাটারি, মোবাইল ও নগদ পাঁচশো টাকা নিয়ে যায়। এ সময় চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর এলাকায়। তিনি মোহনগঞ্জের শেখ বাড়িতে ভাড়া থেকে ভাড়ায় রিকশা চালিয়ে দিনাতিপাত করেন।

মোহনগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ শুক্রবার দিবাগত রাত একটার দিকে জানান, বিষয়টি শুনিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকাল একজন ব্যাটারি চোরকে ধরে চালান দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version