Site icon Jamuna Television

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকার একটি হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে নিজ বাড়িতে আছেন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে প্রতিমন্ত্রী শাহরিয়ার তার নির্ধারিত কর্মসূচি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি।

প্রসঙ্গত, মে মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার বাবুর্চিসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ের পরীক্ষায় নেগেটিভ এসেছিল প্রতিমন্ত্রীর।

Exit mobile version