Site icon Jamuna Television

জণগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে বিএনপি: কাদের

জণগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে বিএনপি: কাদের

ফাইল ছবি।

নির্বাচন ও আন্দোলনে জণগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দেন ওবায়দুল কাদের। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের নিরাপত্তায় এ ধরনের নাশকতার চেষ্টা কঠোর হস্তে দমন করবে সরকার।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিতর্কিতদের দলে আশ্রয় দেয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

Exit mobile version