Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় পাবলিক প্লেসে ধুমপান করা নিষিদ্ধ

উত্তর কোরিয়ায় পাবলিক প্লেসে ধুমপান করা নিষিদ্ধ

বিশ্বে ধুমপানকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ দেশ উত্তর কোরিয়া। দেশটিতে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে পাবলিক প্লেসে ধুমপান করা।

বিশেষ করে জনবহুল এলাকা, গণপরিবহন, সিনেমা হল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এলাকায় সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।

তথ্য বলছে, উত্তর কোরিয়ায় ১৫ বছরের ওপর বয়স্ক ধুমপানকারী মানুষের সংখ্যা ৪৬ দশমিক ১ শতাংশ। যার সবাই প্রায় পুরুষ।

এখন প্রশ্ন উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই আইন মানবেন কিনা?

কারণ, প্রায় সব জায়গায় প্রকাশ্যে ধুমপান করতে পছন্দ করেন উত্তর কোরিয়ার এই নেতা।
তথ্য বলছে, প্রতি বছর তামাকজাত পণ্য সেবনে দেশটিতে মৃত্যু হয় ৭১ হাজারের বেশি মানুষের।

Exit mobile version