Site icon Jamuna Television

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিল বহিষ্কার, গ্রেফতার করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে আসাদুল হক চৌধুরী শাকিলকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

অপরদিকে ধর্ষণের ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি রায়পুরা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ভুক্তভোগীর পরিবার।

আসামিকে ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলার পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা
আওয়ামী লীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।

উল্লেখ্য, ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ে করার কথা বলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটোরিয়ামে নিয়ে অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল।

ইউএইচ/

Exit mobile version