Site icon Jamuna Television

মিয়ানমারের নতুন সরকার নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারে নতুন সরকার নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সু চির নেতৃত্বাধীন মিয়ানমারে নতুন সরকার রোহিঙ্গা নিয়ে বদনাম ঘোচাতে তাদের লোক বাংলাদেশ থেকে ফেরত নেবে। একইসাথে পৃথীবির অন্যান্য দেশ এব্যাপারে সহযোগিতা করবে।

শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেক দেশের সরকারই তাদের স্বার্থ দেখে। আমেরিকার নতুন সরকারও সেটি করবে। ফলে তাদের নিজেদের ইচ্ছায় এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে এবং তারা নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করবে।

পরে মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

Exit mobile version